প্রকাশিত: ৪ ডিসেম্বার, ২০২৫, ১০:৪৩ এ এম

অনলাইন সংস্করণ

লালমনিরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাকিনা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

মোঃ বোরহান উদ্দিন, কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের হলরুমে কাকিনা ইউনিয়ন বিএনপি এই মাহফিলের আয়োজন করে।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। এতে কাকিনা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি আপোষহীন সংগ্রাম করেছেন। প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিচল নাম। তাঁর অসুস্থতায় দেশের কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। একজন জাতীয় নেত্রীর চিকিৎসা ও সুস্থতা নিয়ে সকলের মানবিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।”

স্থানীয় নেতারা আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের অগ্রযাত্রা সুগম হওয়া। তারা অবিলম্বে তাঁর পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

আলোচনা শেষে কাকিনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ এনামুল হকের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। আবেগঘন পরিবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত তুলে দোয়ায় অংশ নেন।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিল শেষে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন