জুয়েল হোসেন

প্রকাশিত: ১৬ ডিসেম্বার, ২০২৫, ০৭:০৯ পিএম

অনলাইন সংস্করণ

হাতিবান্ধায় মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের বিশাল যুব র‍্যালি ও দোয়া মাহফিল

লালমনিরহাটের হাতিবান্ধায় মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধের সকল শহিদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশাল যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। হাতিবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

​মঙ্গলবার (১৬ ডিসেম্বর), সকাল ১০ টায় হাতিবান্ধার হেলিপ্যাড মাঠে শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম রাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং র‍্যালিটির উদ্বোধন করেন। পরবর্তীতে তাঁর সশরীরে নেতৃত্বেই র‍্যালিটি শুরু হয়।

​বিশাল এই র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিবান্ধা থানা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব আবু মুসা, যুব বিভাগের জেলা সভাপতি আব্দুল মান্নান, হাতিবান্ধা থানা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আরিফুর ইসলাম এবং বাবু সনজিৎ কুমার বর্মন।

​দলীয় সূত্রে জানা যায়, র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ দশ হাজারেরও অধিক সমর্থক অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

​র‍্যালিটি হাতিবান্ধার হেলিপ্যাড মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাতিবান্ধা মেডিকেল মোড়ে গিয়ে পৌঁছায়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে হাতিবান্ধা থানা আমির মাওলানা রফিকুল ইসলাম কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন