প্রকাশিত: ৩১ ডিসেম্বার, ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু, শাড়ি ও মদ এবং বিপুল পরিমাণ ঔষধ জব্দ ।
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ০২ টি পৃথক বিশেষ অভিযান এসব অবৈধ মালামাল জব্দ করেন।
বিজিবি জানান, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে ভিত্তিতে ৩০ ডিসেম্বার বিকাল ৫:৩০মিনিটে লালমনিরহাটে আদিতমারী উপজেলার দুর্গাপুর বিওপির আওতাধীন চওড়া বাজারে চেকপোষ্ট থেকে ভারত থেকে নিয়ে আসা ৩টি গরু জব্দ করা হয়
এছাড়াও, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম রামখানা, নাগরাজ নামক স্থানে বিজিবির টহলদল অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় KINGFISHER (মদ)১৮ বোতল, Happy Gold মদ ২০ বোতল, Tuborg বিয়ার ০৯ বোতল, ভারতীয় শাড়ি ০৯ পিস এবং বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ করেছেন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সুত্রে জানা যায়, উব্দকৃত ভারতীয় গরু ০৩টি, যার সিজার মুল্য ৩,৯০,০০০/-টাকা, ভারতীয় মদ ৩৮ বোতল, যার সিজার মূল্য ৫৭,০০০/- টাকা, Tuborg বিয়ার ০৯ বোতল, যার সিজার মুল্য ১৩,৫০০/-টাকা, ভারতীয় শাড়ি ০৯ পিস, যার সিজার মূল্য ৯০,০০০/- টাকা, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, যার সিজার মূল্য ১,০৭,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।”
মন্তব্য করুন