প্রকাশিত: ৩১ ডিসেম্বার, ২০২৫, ০৫:৫০ পিএম

অনলাইন সংস্করণ

কালীগঞ্জে বন্ধন সমাজকল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

এসো মিলি বন্ধনে,মানবতার কল্যাণে ’ এই শ্লোগানকে সামনে রেখে  লালমনিরহাটের  কালীগঞ্জে বন্ধন সমাজকল্যাণ সংগঠনের  উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের  মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার(৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সংগঠন কার্যালয়ে এবং অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে ১৮০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র হাতে পেয়ে অসহায় মানুষের চোখেমুখে আনন্দের রেখা ফুটে ওঠে এবং বন্ধন সমাজকল্যাণ সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংগঠনের জন্য দোয়া করেন।
শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক করিমউল্ল্যাহ, সভাপতি সহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রতন
শিক্ষা বিষায়ক সম্পাদক কহিনুর ইসলাম,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম,কোষাধ্যক্ষ মোকলেছার রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনটির সভাপতি সহিদুল ইসলাম বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।আসুন সবাই মিলে চেষ্টা করে শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিই এক টুকরো গরম কাপড়। সবাই এগিয়ে আসুন। আপনার সামান্য ত্যাগের বিনিময়ে শীতের কষ্ট থেকে মুক্তি পাবে একজন অসহায় মানুষ, একটি দরিদ্র পরিবার। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে  আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এ বছরও শীতবস্ত্র বিতরণ করেছি। সকলের  সহযোগিতায় আমরা প্রথম ধাপের বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।

মন্তব্য করুন