প্রকাশিত: ৩ জানুয়ারী, ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট | ৩ জানুয়ারি, ২০২৬
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম ও দখলদারিত্বের চরম সীমা অতিক্রম করছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে দলীয় পদের দাপট দেখিয়ে রাস্তা বন্ধ করে এক দম্পতিকে নৃশংসভাবে মারধর ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
ঘটনার বিবরণ: বিএনপি নেতার ‘জমিদারী’ শাসন
ঘটনাটি ঘটেছে বুড়িমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং তার দুই ভাই হাসনাদুল ও হাফিজুল দীর্ঘ দিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসী বারবার এর প্রতিবাদ করলেও ক্ষমতার দাপটে হারুন ও তার ভাইয়েরা তা উপেক্ষা করে আসছিলেন।
দম্পতিকে রক্তাক্ত ও বাড়িঘর ধ্বংস
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার এই অন্যায় অবরোধের প্রতিবাদ করায় গত শনিবার জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়েন হারুন ও তার ভাইয়েরা। সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে জাহিদুলের স্ত্রী এগিয়ে এলে তাকেও নির্দয়ভাবে মারধর করা হয়। শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি এই চক্রটি, তারা জাহিদুলের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
বর্তমানে ভুক্তভোগী জাহিদুল ইসলাম ও তার স্ত্রী পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর ক্ষোভ: "সমাধানও মানে না বিএনপি নেতারা"
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই রাস্তা নিয়ে সৃষ্ট সমস্যাটি এর আগে স্থানীয়ভাবে সমাধান করে দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি নেতা হারুন ও তার ভাইয়েরা আইন বা সামাজিক কোনো বিচারকেই তোয়াক্কা করেন না। এলাকাবাসীর অভিযোগ, ৫ই আগস্টের পর তারা এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এবং সাধারণ মানুষকে তুচ্ছজ্ঞান করছেন।
বিশ্লেষণ ও জনমত
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যেখানে দাবি করে তারা জনগণের অধিকার রক্ষায় কাজ করছে, সেখানে তৃণমূল পর্যায়ের নেতাদের এই ‘দখলদারী মানসিকতা’ ও ‘গুন্ডামি’ দলের প্রকৃত চেহারা উন্মোচন করে দিচ্ছে। সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দম্পতিকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনাটি প্রমাণ করে যে, বিএনপি নেতা হারুন ও তার ভাইয়েরা আইনের ঊর্ধ্বে নিজেদের ভাবছেন।
মন্তব্য করুন