প্রকাশিত: ৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
সোমবার (৫ জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র জনগণের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁদের কাঁধেই ন্যস্ত। এ কাজে সাংবাদিকদের ভূমিকা নিরপেক্ষ ও সাহসী হওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, মানুষ হিসেবে ভুল হওয়াটা স্বাভাবিক। কোথাও যদি তাঁর কোনো ভুল বা সীমাবদ্ধতা থাকে, সে বিষয়ে সাংবাদিকদের সরাসরি জানাতে অনুরোধ করেন। মোবাইল ফোনে কিংবা ব্যক্তিগতভাবে বিষয়গুলো জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা উন্নয়নের পথকে আরও সুগম করে।
নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে অধ্যক্ষ দুলু বলেন, সাংবাদিকরা যদি সতর্ক ও সজাগ থাকেন, তাহলে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম সম্ভব হবে না। সাংবাদিকদের লেখনীর শক্তির মাধ্যমে সরকারকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি লালমনিরহাট জেলার দীর্ঘদিনের উন্নয়ন ভাবনা ও দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করা, মোগলহাট স্থলবন্দর কার্যকর করা, ব্যস্ত শহরে যানজট নিরসনে বিডিআর হাট গেট থেকে শহরে প্রবেশের জন্য ওভারব্রিজ নির্মাণ, লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করা এবং জেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন।
মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা জেলার উন্নয়নে বিদ্যমান প্রতিবন্ধকতা, প্রশাসনিক জটিলতা ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন এবং নানা পরামর্শ দেন। এসব বিষয়ে মনোযোগ সহকারে শুনে অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে লালমনিরহাট জেলার সব যৌক্তিক দাবি বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় এনটিভির স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক একেএম মইনুল হক, প্রেসক্লাব লালমনিরহাটের আহ্বায়ক ও এটিএন বাংলা এবং দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন, যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা এবং প্রেসক্লাবের সদস্য সচিব ও বৈশাখী টেলিভিশনের জেলা সংবাদদাতা তৌহিদুল ইসলাম তৌহিদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এবং দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন