প্রকাশিত: ৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নে বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধার জীবনে নেমে এসেছে চরম অন্ধকার। অভাব-অনটন আর একাকীত্বের সাথে লড়াই করতে করতে আজ তিনি দিশেহারা। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা আর পুষ্টিহীনতায় বৃদ্ধার জীবন এখন কেবলই টিকে থাকার এক করুণ আর্তনাদ।
নিঃসঙ্গতার অবর্ণনীয় কষ্ট
স্থানীয় সূত্র জানায়, ওই বৃদ্ধার পাশে দাঁড়ানোর মতো কোনো নিকটাত্মীয় নেই। স্বামী-সন্তানহীন এই নারী জীবনের পড়ন্ত বেলায় এসে সম্পূর্ণ একা হয়ে পড়েছেন। একসময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চেয়ে ক্ষুধা মেটালেও, বর্তমানে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ঘর থেকে বের হওয়া তার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।
প্রতিবেশীদের ভাষ্য
প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, অর্থাভাবে দিনের পর দিন না খেয়েই কাটাতে হয় তাকে। জীর্ণ ঘরে শীতের প্রকোপ আর বর্ষার বৃষ্টির সাথে যুদ্ধ করে কোনোমতে দিন কাটছে তার। সঠিক চিকিৎসা তো দূরের কথা, দুমুঠো ভাতের নিশ্চয়তাও এখন তার কাছে এক বিলাসিতা। প্রতিবেশীরা সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় তার কষ্ট লাঘব হচ্ছে না।
সাহায্যের জন্য আকুতি
এলাকাবাসীর দাবি, সরকারি সাহায্য বা কোনো সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে এই বৃদ্ধা হয়তো শেষ বয়সে একটু শান্তিতে ঘুমাতে পারবেন। তারা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং সমাজসেবা অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মানবিকতার আহ্বান
মানবিকতার খাতিরে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি ওই বৃদ্ধার পাশে দাঁড়ানোর বিনীত আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আমাদের সামান্য সহানুভূতি আর সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে একজন সহায়হীন মানুষের বেঁচে থাকার স্বপ্ন।
মন্তব্য করুন