প্রকাশিত: ৭ জানুয়ারী, ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ
আজ (০৭ জানুয়ারি ২০২৬ ইং) লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে সারাদিনব্যাপী আগামীর কালীগঞ্জ–আদিতমারী গড়ার লক্ষ্যকে সামনে রেখে মা–বোনদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেন এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন পাড়া ও এলাকায় ঘুরে তিনি নারী ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় স্থানীয় নারীরা শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, পারিবারিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচারসহ নানা বিষয় তুলে ধরেন। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন সহায়তা, মেয়েদের শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
মতবিনিময়কালে এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, “একটি উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। মা–বোনদের মতামত ও অংশগ্রহণ ছাড়া আগামীর কালীগঞ্জ–আদিতমারী বাস্তবায়ন সম্ভব নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, নারীদের অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং স্থানীয় পর্যায়ে শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করা হবে।
দিনব্যাপী এই মতবিনিময় কর্মসূচি দরবেশ পাড়া, বসুনিয়া পাড়া, গজল পাড়া, হাজীপাড়া, জামান পাড়া, শটি পাড়া, পন্ডিত পাড়া, ঘোন পাড়া, মিস্ত্রীপাড়া, দালালপাড়া, ডাঙ্গাপাড়া ও একতার বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।
স্থানীয় নারী ভোটাররা জানান, একজন জনপ্রতিনিধি প্রার্থী সরাসরি তাঁদের বাড়িতে ও এলাকায় এসে কথা বলায় তাঁরা উৎসাহিত হয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময়ের ধারাবাহিকতা বজায় থাকবে এবং বাস্তব উন্নয়ন কার্যক্রম দ্রুত দৃশ্যমান হবে।
মন্তব্য করুন