প্রকাশিত: ৯ জানুয়ারী, ২০২৬, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জোহা সাজু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আয়োজিত এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াতে ইসলামী মদাতী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শামসুজ্জোহা সাজু তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজন। সেই বিশ্বাস থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আশা করি, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সকলে মিলে কাজ করতে পারব।”
জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ তাঁর যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, এ যোগদানের মাধ্যমে এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং আদর্শিক রাজনীতির পরিধি বিস্তৃত হবে।
মন্তব্য করুন