প্রকাশিত: ৯ জানুয়ারী, ২০২৬, ০৯:১৪ পিএম

অনলাইন সংস্করণ

কালীগঞ্জ উপজেলা মদাতী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জোহা সাজুর জামায়াতে যোগদান

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জোহা সাজু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আয়োজিত এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াতে ইসলামী মদাতী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শামসুজ্জোহা সাজু তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজন। সেই বিশ্বাস থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আশা করি, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সকলে মিলে কাজ করতে পারব।”
জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ তাঁর যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, এ যোগদানের মাধ্যমে এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং আদর্শিক রাজনীতির পরিধি বিস্তৃত হবে।

মন্তব্য করুন