প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
হারাটী ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রায় ২০০ জন নেত্রীবৃন্দ ও সদস্য বিএনপিতে যোগদান করায় রাজনৈতিক অঙ্গনে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। যাদের হাতে অতীতে বিরোধী দমন, মামলা–হামলা ও বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ রয়েছে, তারাই আজ বিএনপির ব্যানারে অবস্থান নেওয়ায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে।
স্থানীয় বিএনপির মাঠপর্যায়ের নেতারা বলছেন, আদর্শ ও ত্যাগের রাজনীতিকে পদদলিত করে সুবিধাবাদী ও ক্ষমতালোভী চক্রকে দলে আশ্রয় দেওয়ার মাধ্যমে সংগঠনকে ভেতর থেকে দুর্বল করা হচ্ছে। আন্দোলনের সময় যারা নীরব ছিল বা বিরোধী শক্তির ছায়ায় রাজনীতি করেছে, তাদের এই হঠাৎ ‘রঙ বদল’ জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করছেন অনেকেই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের অপরিকল্পিত ও যাচাই-বাছাইহীন যোগদান বিএনপির দীর্ঘদিনের সংগ্রামী ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে এবং ভবিষ্যতে বড় ধরনের অন্তর্দ্বন্দ্ব ও ভাঙনের আশঙ্কা তৈরি করছে। ত্যাগীদের রক্ত-ঘামে গড়ে ওঠা সংগঠনে এ ধরনের অনুপ্রবেশ অবিলম্বে রোধ না করলে এর দায়ভার নেতৃত্বকেই নিতে হবে—এমন কঠোর বার্তাও উচ্চারিত হচ্ছে স্থানীয় মহলে।
মন্তব্য করুন