প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাটের কাকিনা বাজার থেকে চাপারতলগামী সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (আজ) রাত আনুমানিক ৭টা ৩৫ মিনিটে কাকিনা বাজার এলাকার ওয়াবদা মেসার্স করীম ব্রাদার্স ডিপুর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে বলে জানা গেছে।
মন্তব্য করুন