প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:২৭ পিএম

অনলাইন সংস্করণ

লালমনিরহাট (হাতীবান্ধা) প্রতিনিধি: শাহজাহান আলী শামীম

শান্তিপূর্ণ সংবর্ধনায় হাতীবান্ধায় জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ৫০–৬০ জন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অন্তত ৫০ থেকে ৬০ জন সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (১২ জানুয়ারি) রাত ৮টায় সিংগীমারী ইউনিয়ন জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হন।

শান্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে নবাগতদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন— মো. আব্দুস সাত্তার, মো. আ. হামিদ, মো. আমিনুর রহমান, মো. ইয়াছিন আলী, মো. নুরুজ্জামান, মো. নূরউদ্দিন, মো. বছির উদ্দিন, মো. অহিম্মদ আলী, মো. খায়রুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. আলতাফ হোসেন, মো. আলকায আলী, মো. আলী জিয়াহ, মো. রশিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আজিজন হক, শ্রী তাপশ চন্দ্র, মো. ইয়ামিন বসুনিয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু। এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর হাতীবান্ধা উপজেলা শাখার আমির রফিকুল ইসলাম রফিক, সেক্রেটারি সাহিদুল আলম নিরো, ইউনিয়ন শাখার আমির ফজলে করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আদর্শভিত্তিক রাজনীতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই আদর্শের প্রতি আস্থা রেখেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে যোগ দিচ্ছেন বলে তাঁরা উল্লেখ করেন।

নবাগত সদস্যরা জানান, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই তাঁরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মন্তব্য করুন