প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

কাকিনা বাজার–চাপারতল সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১


লালমনিরহাটের কাকিনা বাজার থেকে চাপারতলগামী সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (আজ) রাত আনুমানিক ৭টা ৩৫ মিনিটে কাকিনা বাজার এলাকার ওয়াবদা মেসার্স করীম ব্রাদার্স ডিপুর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন