প্রকাশিত: ৪ জানুয়ারী, ২০২৬, ১২:৫৯ এ এম

অনলাইন সংস্করণ

কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

'প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়'' প্রতিপাদ্যে‎ লালমনিরহাটের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

‎দিবসটি উপলক্ষে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এস আই হাফিজুর রহমান, প্রফিট ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি  হাসান আব্দুল মালেক, তুষভান্ডার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, গোড়ল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রমজান আলী। ‎এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‎বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করা সম্ভব। জাতীয় সমাজসেবা দিবস সমাজে সমতা, কল্যাণ এবং আস্থার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দরিদ্র ও অসহায়দের সহযোগিতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নানা কর্মকান্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অদিধদপ্তর। কোনো অনিয়ম যেন সংঘটিত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

মন্তব্য করুন