প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

গুজব রোধে সতর্কবার্তা দিলেন হাতীবান্ধা থানার ওসি

হাতীবান্ধা (লালমনিরহাট):সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন জনগণসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করলে তা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি এবং অযথা আতঙ্ক সৃষ্টি করতে পারে। এর ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
ওসি শাহীন আরও বলেন, যেকোনো গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে অবশ্যই তথ্যের উৎস যাচাই করতে হবে। দায়িত্বশীল নাগরিক হিসেবে সঠিক তথ্য প্রচার করা প্রত্যেকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। পুলিশ প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং শান্তি বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি স্পষ্ট করে জানান, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব, মিথ্যা বা বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া তিনি সাধারণ জনগণকে গুজবে কান না দিতে এবং যেকোনো সন্দেহজনক, বিভ্রান্তিকর বা অসত্য তথ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা নিকটস্থ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। এতে করে গুজব রোধের পাশাপাশি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন