প্রকাশিত: ৮ জানুয়ারী, ২০২৬, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাট জেলার সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে ঢালাই রাস্তা নির্মাণকাজে বালুর পরিবর্তে ভিটি ব্যবহার করায় গুরুতর অনিয়ম ও অন্যায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি নিয়ম ও প্রাক্কলন অনুযায়ী যেখানে নির্ধারিত মানের বালু ব্যবহারের কথা, সেখানে ভিটি ব্যবহার করে নিম্নমানের কাজ করা হচ্ছে।
এলাকাবাসী জানান, ভিটি ব্যবহার করে ঢালাই দিলে রাস্তার শক্তি ও স্থায়িত্ব কমে যায়। বর্ষা মৌসুমে এই রাস্তা দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে জনগণের কষ্ট আরও বাড়বে। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারকি কর্মকর্তাদের অবহেলার কারণেই এমন অনিয়ম হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “এটি স্পষ্টভাবে অন্যায়। সরকারি অর্থে রাস্তা নির্মাণ হলেও মানসম্মত উপকরণ ব্যবহার করা হচ্ছে না। এতে জনগণের টাকার অপচয় হচ্ছে।”
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বিষয়টি খতিয়ে দেখার কথা জানান। তবে এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়—দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নিয়ম অনুযায়ী বালু ব্যবহার করে পুনরায় মানসম্মতভাবে রাস্তা নির্মাণ নিশ্চিত করতে হবে।
এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, উন্নয়নের নামে অনিয়ম বন্ধ না হলে ভবিষ্যতে আরও বড় ক্ষতির মুখে পড়বে সাধারণ মানুষ।
মন্তব্য করুন