প্রকাশিত: ২ ডিসেম্বার, ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি:
দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তির হার কমছে, বিপরীতে বেসরকারি কিন্ডারগার্টেনের প্রতি অভিভাবকদের আগ্রহ বেড়েই চলেছে বহুগুণ। অভিভাবকদের একটি বড় অংশ মনে করছেন, সরকারি স্কুলে শিক্ষার মান, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী এবং পর্যাপ্ত শিক্ষক সংকটের কারণে ছেলেমেয়েদের শেখার পরিবেশ যথেষ্ট মানসম্মত নয়।
শহর থেকে গ্রামে কিন্ডারগার্টেনে ভিড়
সোমবার (০১ ডিসেম্বর) লালমনিরহাট শহর থেকে গ্রাম—সব জায়গায়ই এখন ছোট-বড় কিন্ডারগার্টেনে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অভিভাবকরা বলছেন, কিন্ডারগার্টেনে নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায় বলেই তারা এই পথে ঝুঁকছেন:
অভিভাবকদের অভিযোগ: সরকারি শিক্ষকদের ‘ফাঁকিবাজি’
অনেক অভিভাবক সরাসরি অভিযোগ করে বলেন, "প্রাইমারি স্কুলে শিক্ষকরা বাচ্চাদের ঠিকমতো পড়ান না। এ কারণেই আমরা কিন্ডারগার্টেন স্কুলে বাচ্চাকে ভর্তি করাচ্ছি, সেখানে শিক্ষকরা অনেক ভালোভাবে পড়াশোনা করান।" তারা আরও অভিযোগ করেন যে, "প্রাইমারি স্কুলের শিক্ষকরা ফাঁকিবাজি করেন আর সরকারি বেতন নেন।"
সরকারি শিক্ষকদের বক্তব্য: জনবল ও অবকাঠামো সংকট
অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের পক্ষ থেকে সমস্যাগুলো তুলে ধরেছেন। তারা বলছেন, নানা উন্নয়ন প্রকল্প চলমান থাকলেও অবকাঠামো ও জনবল সংকট কাটিয়ে উঠতে সময় লাগছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তারা সরকারের পক্ষ থেকে আরও সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।
শিক্ষাবিদের উদ্বেগ: চ্যালেঞ্জের মুখে প্রাথমিক শিক্ষাব্যবস্থা
শিক্ষাবিদ আবু বক্কর সিদ্দিক এ পরিস্থিতিকে প্রাথমিক শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তিনি বলেন, "সকল শিশু যাতে সমান শিক্ষার সুযোগ পায়, সেজন্য সরকারি বিদ্যালয়গুলোর মানোন্নয়ন জরুরি। নইলে ক্রমেই সরকারি শিক্ষার প্রতি অভিভাবকদের আস্থা কমতে থাকবে, যা দীর্ঘমেয়াদে প্রাথমিক শিক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।" তিনি দ্রুত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন।
মন্তব্য করুন