প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৬, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ
মদাতী (স্থানীয় সংবাদ)
মদাতী ইউনিয়নে বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, সদ্য যোগদানকারী শ্রী পরেশ চন্দ্র মদাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পদধারী আওয়ামী লীগ নেতা ছিলেন এবং অতীতে বিএনপি অফিস ভাঙচুরসহ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ছিলেন।
অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মদাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র দখল ও ভোট প্রয়োগে হস্তক্ষেপেও তিনি ভূমিকা রাখেন।
এ ঘটনায় স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে
মন্তব্য করুন