প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৬, ১২:২৬ এ এম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সশস্ত্র হামলার ঘটনায় জামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার রাতে তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত হঠাৎ এলাকায় প্রবেশ করে। তারা জামাল উদ্দিন ও নাছির নামে অপর এক ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জামাল।
হামলায় গুরুতর আহত নাছিরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনিও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করার পাশাপাশি তল্লাশি চালিয়ে ছয় রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
নিহত ও আহত ব্যক্তিরা জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন