প্রকাশিত: ৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ ঘনিষ্ঠদের বরণে বিতর্কে বিএনপি প্রার্থী বাবুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ জানুয়ারি) রাতে আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ৬১ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে উপস্থিত হন। এ সময় তারা বাবুলের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন বলে দাবি করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। দলটির একাধিক তৃণমূল নেতাকর্মীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পরও প্রকাশ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীদের এভাবে বরণ করা বিএনপির আদর্শ ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন,
“যে দল দীর্ঘদিন ধরে আমাদের ওপর দমন-পীড়ন চালিয়েছে, সেই দলের নেতা-কর্মীদের এভাবে ফুলেল শুভেচ্ছা জানানো দলের ত্যাগী নেতাকর্মীদের জন্য অপমানজনক।”
এদিকে একটি সূত্র আরও দাবি করেছে, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত একাধিক ব্যক্তি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ওই বিএনপি প্রার্থীর শেল্টারে বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছে। শুধু তাই নয়, প্রার্থীর ঘনিষ্ঠ কর্মী রবিউল ইসলাম রুবেল প্রকাশ্যে জনসম্মুখে বলে বেড়াচ্ছেন—
“কোন পুলিশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধরতে এলে আগে থেকেই খবর পাওয়া যাবে। এখন আওয়ামী লীগের ছেলেরা আমাদের নেতার হয়ে কাজ করবে।”
এসব অভিযোগ ঘিরে লালমনিরহাটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনা বিএনপির অভ্যন্তরীণ ঐক্য ও জনসমর্থনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন