প্রকাশিত: ৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

লালমনিরহাট-২ আসনে বাবুলের নির্বাচন সফল করতে সক্রিয়তা—সাংবাদিকতার নীতিমালায় বিতর্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রোকনউদ্দিন বাবুলের পক্ষে প্রকাশ্য তৎপরতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রতিষ্ঠিত গণমাধ্যম নিউজ ২৪–এর সিনিয়র ব্যুরো চিফ রেজাউল করিম মানিক সরাসরি রাজনৈতিক প্রচারণায় যুক্ত হচ্ছেন।

স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে—একজন দায়িত্বশীল সংবাদমাধ্যমের ব্যুরো প্রধান কীভাবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন? সাংবাদিকতার নীতিমালায় নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বকে মৌলিক শর্ত হিসেবে ধরা হয়। অথচ প্রকাশ্য রাজনৈতিক সক্রিয়তা সেই নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালনকালে কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেওয়া শুধু নৈতিক প্রশ্নই নয়, বরং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের আচরণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং মিডিয়ার ওপর আস্থা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সাংবাদিক সংগঠন ও মিডিয়া ওয়াচডগদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত বিষয়টির স্পষ্টতা ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করেছেন।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা তুঙ্গে, তেমনি সাংবাদিকতার পেশাগত নীতিমালা রক্ষার প্রশ্নেও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

মন্তব্য করুন